আকরিক লোহার দাম গতকাল স্থিতিশীল ছিল। ইস্পাত তৈরির কাঁচামালটির সরবরাহ বাড়লেও শক্তিশালী চাহিদার কারণে দামে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আকরিক লোহার দাম গতকাল স্থিতিশীল ছিল। ইস্পাত তৈরির কাঁচামালটির সরবরাহ বাড়লেও শক্তিশালী চাহিদার কারণে দামে বড় কোনো পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম দশমিক ৩৮ শতাংশ কমে টনপ্রতি পৌঁছেছে ৭৭৭ দশমিক ৫ ইউয়ানে (১০৮ ডলার ৭০ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে পণ্যটির দাম দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি টনে স্থির হয়েছে ১০২ ডলার ৬০ সেন্টে।
ইস্পাত খাতে ভালো মুনাফার কারণে আকরিক লোহার দৈনন্দিন উৎপাদন প্রায় ২৪ লাখ টনে পৌঁছেছে। এতে আকরিক লোহার চাহিদা শক্তিশালী থাকায় দাম কমছে না। তবে বিশ্লেষকরা মনে করছেন, বছরের বাকি সময়ে পণ্যটির মূল সরবরাহকারী অস্ট্রেলিয়া থেকে সরবরাহ বাড়বে, যা দামে প্রভাব ফেলবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বব্যাপী ইস্পাতের চাহিদা কমে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বরে ধাতুটির চাহিদা মৌসুমিভাবে বাড়বে কিনা সে বিষয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। এ ধরনের অনিশ্চয়তা ভবিষ্যতে আকরিক লোহার বাজারে প্রভাব ফেলতে পারে।
প্রদা/ডিও