নতুন নকশা ও পুনর্মূল্যায়িত সিরিয়ান পাউন্ড ছাপা হবে রাশিয়ায়। সহজ লেনদেন ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে মারাত্মক অবমূল্যায়নের শিকার এ মুদ্রা থেকে দুটি শূন্য বাদ দেয়া হবে।
নতুন নকশা ও পুনর্মূল্যায়িত সিরিয়ান পাউন্ড ছাপা হবে রাশিয়ায়। সহজ লেনদেন ও বাজারে আস্থা ফিরিয়ে আনতে মারাত্মক অবমূল্যায়নের শিকার এ মুদ্রা থেকে দুটি শূন্য বাদ দেয়া হবে। ২০১১ সালের পর থেকে সিরিয়ান পাউন্ড ৯৯ শতাংশের বেশি দুর্বল হয়েছে। এতে এক ডলারের বিনিময় হার ৫০ পাউন্ড থেকে নেমে প্রায় ১০ হাজার সিরিয়ান পাউন্ডে পৌঁছেছে। রাষ্ট্রায়ত্ত রুশ প্রতিষ্ঠান গোজনাক নতুন নোটগুলো ছাপাবে। গত মাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানের মস্কো সফরে এ-বিষয়ক চুক্তি চূড়ান্ত হয়। সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সময়েও সিরিয়ার নোট ছাপাতো গোজনাক। খবর ও ছবি রয়টার্স
প্রদা/ডিও