ছাত্র সংসদ নির্বাচন ঘিলে ছাত্রদলকে সতর্ক থাকার পরামর্শ বিএনপির, লন্ডন থেকে নজর রাখছেন তারেক রহমান।
জাতীয় নির্বাচনের আগে রেখে আসন্ন ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন, প্রয়োজনে দিকনির্দেশনা ও পরামর্শও দিচ্ছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচনকে কঠোরভাবে ক্যাম্পাসের মধ্যে রাখার পরামর্শ দিয়েছে দলটি। কোনোভাবেই যেন ক্যাম্পাসের বাইরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। প্রচারণায় শুধু বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ও বহিরাগত কাউকে কোনোভাবেই এর সঙ্গে যুক্ত না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
যেকোনো বিষয়ে ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে ছাত্রদলকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের কাজে যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছে বিএনপির হাইকমান্ড।
সূত্রগুলো আরও জানায়, বিএনপি মনে করে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর আচরণ ও কর্মকাণ্ড সাধারণ মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। তাই ছাত্রদলের কোনো কর্মকাণ্ড যেন বিএনপির ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ না করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেন। তবে সংগঠনটি এখনও জাকসু ও রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেনি। জাকসুর জন্য প্যানেল গঠনের কাজ চলছে। অন্যদিকে, রাকসু নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনের কাছে আরও দুই মাস সময় চেয়েছে সংগঠনটি।
প্রদা/ডিও