জ্বালানি তেলের মূল্য বেড়েছে ২ শতাংশের বেশি আন্তর্জাতিক বাজারে সপ্তাহজুড়ে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা নিয়ে বাজারে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি অনিশ্চিত হয়ে পড়লে রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো কঠোর নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়বে।
শুক্রবার এস্তোনিয়া ঘোষণা করেছে, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তারা প্রস্তুত। অন্যদিকে পুতিন শর্ত দিয়েছেন, ইউক্রেনকে দনবাস অঞ্চল ও ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পরিত্যাগ করতে হবে। তবে ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধের সমাপ্তি নিয়ে যেকোনো সমঝোতায় তিনি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করবেন।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির আরেকটি কারণ যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মজুদ হ্রাস। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ১৫ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটিতে জ্বালানি তেলের মজুদ কমেছে ৬০ লাখ ব্যারেল। এর আগে ১৮ লাখ ব্যারেল হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন বাজারসংশ্লিষ্টরা।
এদিকে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের রিগের সংখ্যা টানা চার সপ্তাহের মতো কমেছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে সক্রিয় রিগের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৩৮-এ, যা জুলাইয়ের পর সর্বনিম্ন।
প্রদা/ডিও