ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আজ (২৫ আগস্ট) গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন সাংবাদিকও রয়েছেন, যাদের মধ্যে একজন রয়টার্সের হয়ে কাজ করতেন।
কর্মকর্তাদের মতে, প্রথম হামলায় রয়টার্সের ঠিকাদার ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি নিহত হন। কর্মকর্তারা জানিয়েছেন, রয়টার্সের ঠিকাদার ফটোগ্রাফার হাতেম খালেদ দ্বিতীয় হামলায় আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য লোকেরা প্রথম হামলার স্থানে ছুটে যাওয়ার পর দ্বিতীয় হামলাটি ঘটে। রয়টার্সের ফুটেজে দেখা গেছে, মাসরি পরিচালিত হাসপাতাল থেকে রয়টার্সের লাইভ ভিডিও ফিড প্রাথমিক হামলার মুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে যায়।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা আরও তিন সাংবাদিকের নাম জানিয়েছেন, মরিয়ম আবু দাগ্গা, মোহাম্মদ সালামা এবং মোয়াজ আবু তাহা। নিহতদের মধ্যে একজন উদ্ধারকর্মীও রয়েছেন বলে তারা জানিয়েছেন।
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি গুলিতে ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।
প্রদা/ডিও