চলতি বছরে প্রথমবার ডিএসইতে ১ হাজার ২০০ কোটি টাকার লেনদেনের দেখা মিলেছে। এর মাধ্যমে ২০২৪ সালের ১৪ আগস্টের পর সর্বোচ্চ লেনদেনের ঘটনা ঘটলো।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও প্রধান মূল্যসূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও বেড়েছে প্রধান মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এই বাজারটিতে ৮ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
প্রদা/ডিও