আন্তর্জাতিক বাজারে দাম কমায় সরকার সম্প্রতি খোলা পাম অয়েলের লিটারপ্রতি দাম ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করে। কিন্তু ঘোষণার পর সেই দাম খুচরা বাজারে কার্যকর হয়নি। উল্টো পাইকারি বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে দাম।
দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার—চট্টগ্রামের খাতুনগঞ্জে এক মাসের ব্যবধানে মণপ্রতি পাম অয়েলের দাম বেড়েছে প্রায় ৩০০ টাকা। বর্তমানে খুচরা পর্যায়ে ক্রেতাদের প্রতি লিটার পাম অয়েলের জন্য গুনতে হচ্ছে ১৮০ টাকা, যা সরকার নির্ধারিত দামের চেয়ে ৩০ টাকা বেশি।
পাম অয়েলের দাম বাড়ায় অন্য ভোজ্যতেল বাজারদরেও প্রভাব পড়েছে। খাতুনগঞ্জে সয়াবিনের দাম এক সপ্তাহে মণপ্রতি ১০০ টাকা বেড়ে সাড়ে ৬ হাজার টাকায় উঠেছে।
বিশ্ববাজারে অপরিশোধিত পাম অয়েল ও সয়াবিনের বুকিং দামের চিত্র পর্যালোচনায় দেখা গেছে, সর্বশেষ জুলাইয়ে পাম অয়েলের দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৯৭৫ ডলার। জুনে এ দাম ছিল ৯৩৫ ডলার, এবং মে মাসে ছিল ৯০৮ ডলার। অপরদিকে সয়াবিনের বুকিং দাম মে মাসে ছিল টনপ্রতি ১,১৬৩ ডলার, জুনে ১, ১৭৮ ডলার এবং জুলাইয়ে বেড়ে দাঁড়িয়েছে ১,৩০৭ ডলারে। জুন থেকে জুলাইয়ের মধ্যে সয়াবিনের দাম টনপ্রতি ১২৯ ডলার বাড়লেও পাম অয়েলের দাম বেড়েছে ৪০ ডলার।
প্রদা/ডিও