আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পর শুক্রবার ট্রাম্প বলেন, ‘আমি শিগগিরই বড় সিদ্ধান্ত নেব। সেটা হতে পারে ব্যাপক নিষেধাজ্ঞা, ব্যাপক শুল্ক, দুটোই, অথবা কিছুই নয়—এবং আমরা বলব এটা তোমাদের লড়াই।’
আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের এক সপ্তাহ পরও ইউক্রেন সংকটের কোনো সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির নতুন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিচুক্তির জন্য এবার পুতিনকে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।
চলতি সপ্তাহে ইউক্রেনের একটি মার্কিন কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। এত আগুন লেগে কয়েকজন আহত হওয়ায় ক্ষুদ্ধ হয়েছেন ট্রাম্প।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, মস্কো তার সঙ্গে পুতিনের বৈঠক ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে। তার মতে, যুদ্ধ বন্ধে আলোচনার বিকল্প নেই। শুক্রবার তিনি অভিযোগ করেন, রাশিয়া সময় নষ্ট করছে। যদিও ট্রাম্প দাবি করেছিলেন, আলাস্কার আলোচনার পর তিনি জেলেনস্কি ও পুতিনের বৈঠকের আয়োজন শুরু করেছেন।
কিন্তু রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, পুতিন বৈঠকে বসতে প্রস্তুত। তবে আলোচনার এজেন্ডা প্রস্তুত হয়নি।
শান্তি উদ্যোগে অগ্রগতি না হলেও আলাস্কার লাল গালিচায় পুতিনের সঙ্গে তোলা ছবি দেখিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, পুতিন হয়তো ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে আসতে পারেন। তবে রাশিয়া বর্তমানে ফিফা প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ, ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও অংশ নেয়নি।
অন্যদিকে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে আলাস্কার বৈঠককে ফলপ্রসূ বলছেন পুতিন। শুক্রবার এক পারমাণবিক গবেষণা কেন্দ্রে সফরে তিনি বলেন, ‘আমরা আলাস্কায় খুব খোলামেলা ও ফলপ্রসূ বৈঠক করেছি। সামনে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আলো দেখা যাচ্ছে।’
প্রদা/ডিও