চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি হয়েছে।
চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রথম চালানে ৩১৫ টন চাল আমদানি হয়েছে। আজ বন্দর থেকে এ চালান খালাস হওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ভারতীয় চালবোঝাই নয়টি ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারতের পেট্রাপোল বন্দরে আরো কয়েকটি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, তিনি বাণিজ্য মন্ত্রণালয় থেকে সাত হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। এর মধ্যে ছয় হাজার টন সেদ্ধ চাল ও এক হাজার টন আতপ চাল। শুল্কমুক্ত সুবিধায় প্রথম চালানে তিনি ৩১৫ টন চাল আমদানি করেছেন। এতে কেজিপ্রতি দাম পড়েছে ৫০ টাকা ৫০ পয়সার মতো। বন্দর থেকে এ চাল ৫১-৫২ টাকা দরে বিক্রি করা হবে।
বেনাপোল স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, ‘চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার থেকে আবারো ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। প্রথম দিনে নয়টি ট্রাকে মোট ৩১৫ টন চাল আমদানি হয়েছে। বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি জমা দিয়ে ওই চাল ছাড় করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।’