বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্ভবনা নিয়ে কাজ করতে বাংলাদেশ সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান।
শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৩টায় দেশের প্রধান সমুদ্র বন্দরে যাওয়া কথা রয়েছে। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তার সঙ্গে আছেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘দুপুর ২টায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী ও বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার পরিদর্শনের কথা ছিল। তাদের ফ্লাইট বিলম্ব হওয়ায় এক ঘণ্টা পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে।’
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান বলেন, ‘দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যখাত, শিক্ষাসহ যাবতীয় সম্ভবনা খুঁজতে গভীর গবেষণা প্রয়োজন। এজন্য দুই দেশের উদ্যোগে যৌথ কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। আগামী কয়েক বছর আমরা কীভাবে কাজ করতে পারি, কমিশন এই ব্যাপারেও সুপারিশ করবে।’
বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দেশের বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করার অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সম্ভবনা খোঁজা হচ্ছে।
প্রদা/ডিও