সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স নয় পয়েন্ট কমে পাঁচ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক দুই পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১৮৯ ও ২১০৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে এক হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫৭ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, বেক্সিমকো ফার্মা, বিএসসি, বিচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, সোনালি পেপার, আলিফ ইন্ডাস্ট্রি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিটি ব্যাংক, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৬৬ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির কোম্পানির শেয়ার দর।
মঙ্গলবার সিএসইতে ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৫১ টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।