চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার (ই-কার) সেবা চালু করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ সেবার উদ্বোধন করেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত বিভিন্ন দূরত্বের ভাড়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মা এন্টারপ্রাইজ ও গ্রীন ফিউচার বাংলাদেশের সঙ্গে যৌথ চুক্তিতে ‘নো প্রোফিট, নো লস’ এর আওয়ায় প্রথম ধাপে ছয়টি ই-কার বা গলফ কার্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসে অতিরিক্ত দূরত্ব অতিক্রম, সিএনজি রিকশা সংকট এবং অতিরিক্ত ভাড়া নিয়ে যেসব সমস্যা রয়েছে, তা সমাধান হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ক্যাম্পাসে ইলেকট্রনিক কার চালু করতে সক্ষম হয়েছি। এটা শিক্ষার্থীদের যাতায়াতে দুর্ভোগ কমাবে বলে আশা করছি। পাশাপাশি এটা অত্যন্ত পরিবেশবান্ধব হওয়ায় গ্রিন ক্যাম্পাসের ধারণা প্রতিফলিত হবে।’
ই-কারপ্রথম পর্যায়ে তিনটি রুটে চলাচল করবে। রুটগুলো হলো- ফরহাদ হোসেন হল থেকে আব্দুর রব হল, শহীদ হৃদয় তরুয়া ভবন ও শহীদ মিনার হয়ে জিরো পয়েন্ট; আইন অনুষদ থেকে দুই নম্বর গেইট, ল্যাবরেটরি স্কুল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, জিরো পয়েন্ট হয়ে শহীদ মিনার এবং জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার, লাইব্রেরি ও সায়েন্স ফ্যাকাল্টি হয়ে বায়োলজিক্যাল সায়েন্স পর্যন্ত।
ফরহাদ হোসেন হল থেকে পর্যায়ক্রমে আবদুর রব হল, হৃদয় তারুয়া ভবন ও শহীদ মিনার পর্যন্ত ৫ টাকা এবং জিরো পয়েন্ট ১০ টাকা।
আইন অনুষদ থেকে দুই নম্বর গেট, ল্যাবরেটরি স্কুল ও আলাওল হল পর্যন্ত ৫ টাকা, সোহরাওয়ার্দী হল ও জিরো পয়েন্ট ১০ টাকা এবং শহীদ মিনার ১৫ টাকা।
জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার ৫ টাকা, লাইব্রেরি ও সায়েন্স ফ্যাকাল্টি ১০ টাকা, মেরিন সায়েন্স ও বায়োলজিক্যাল সায়েন্স পর্যন্ত ভাড়া ১৫ টাকা।
ই-কার চালু হওয়ায় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের চলাচল আরও সহজ হবে বলে উল্লেখ করেন অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল আরাফ। তবে ভাড়ার বিষয়ে তিনি বলেন, প্রশাসনের নির্ধারিত ভাড়া আরও সামঞ্জস্যপূর্ণ হওয়া দরকার। কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া চার্জ করা হয়েছে। আশা করি প্রশাসন এ বিষয়ে নজর দেবে।’