সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই শরিয়াহ্ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে এক হাজার ১৮২ ও দুই হাজার ১০৮ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে ২৬৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-সিটি ব্যাংক, বিএসসি, বেক্সিমকো ফার্মা, মালেক স্পিনিং, ওরিয়ন ইনফিউশন, যমুনা ব্যাংক, এসিআই ফর্মুলেশন, সিভিও পেট্রোকেমিক্যাল, বিডি অটোকার ও বেস্ট হোল্ডিংস।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪২৯ পয়েন্টে অবস্থান করে।
অন্যদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২৫ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। ১৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে একটির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি কোম্পানির শেয়ারের দর।
প্রদা/দৈঅ