আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্ববাজারে প্রতি টন তামার দাম ১০ হাজার ৫০০ ডলারের ওপরে থাকতে পারে।
আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্ববাজারে প্রতি টন তামার দাম ১০ হাজার ৫০০ ডলারের ওপরে থাকতে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক আর্থিক সেবা প্রতিষ্ঠান ইউবিএস। খবর ইনভেস্টিংডটকম ও হেলেনিক শিপিং নিউজ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সম্প্রতি বিশ্ববাজারে তামার দামে কিছুটা ওঠানামা দেখা দিয়েছে। তবে সার্বিকভাবে ধাতুটির দাম ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তুলনামূলক স্থিতিশীল থাকতে পারে। তাই ব্যবসায়ীদের দামের ছোটখাটো ওঠানামা থেকে আয় করার কৌশলই লাভজনক হবে।
ইউবিএস আরো জানায়, ২০২৫ ও ২০২৬ সালে ঘাটতিতে থাকতে পারে বৈশ্বিক তামা বাজার। এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোয় দরপতন হলেও তা হবে সীমিত আকারে।
এদিকে গতকাল তামার দাম সীমিত পরিসরে ওঠানামা করেছে। এর পেছনে ভূমিকা রেখেছে ব্যবসায়ীদের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশের অপেক্ষা। তবে সরবরাহ ব্যাহত হওয়া ও উৎপাদন পূর্বাভাস কমে আসার কারণে ধাতুটির দামে এ সময় কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাসের সরবরাহের চুক্তিতে গতকাল তামার দাম দশমিক ৩১ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য পৌঁছেছে ৯ হাজার ৮৩৩ ডলারে। অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) দশমিক ১১ শতাংশ কমে প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫০ ইউয়ানে (১১ হাজার ৫২ ডলার ২৩ সেন্ট)।