রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ভূখণ্ড দিতে হবে।
শুক্রবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে রাশিয়ার কিছু ভূখণ্ড দিতে হবে।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তারা বেশিরভাগ বিষয়ে একমত হয়েছেন, তবে কিছু বড় ইস্যুতে মতবিরোধ থাকায় চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। বৈঠককে তিনি ইতিবাচক ও ‘উষ্ণ’ বলে উল্লেখ করেন। ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ‘শক্তিশালী’ এবং ‘কঠোর’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।
ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে রাশিয়ার দাবি অনুযায়ী ভূখণ্ড দিতে হবে এবং তারপরে ইউক্রেন চুক্তি করতে পারবে। তিনি বলেন, আমি মনে করি আমরা যুদ্ধ শেষের খুব কাছে পৌঁছেছি। ইউক্রেনকে এই বিষয় মেনে নিতে হবে।
যদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য কোনো পরামর্শ থাকে কিনা— ট্রাম্প সোজাসুজি বলেন, যুদ্ধ বন্ধের চুক্তি করুন।
এদিকে, বৈঠক ও সংবাদ সম্মেলনে দুই নেতা সাংবাদিকদের প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেননি। তবে ট্রাম্প ও পুতিনের আলোচনা আন্তর্জাতিকভাবে যুদ্ধ সমাধানের সম্ভাব্য পথ নিয়ে নতুন আলোচনার সূচনা করেছে।