সাধারণত বর্ষাকালে ঢাকার বাতাসের মান কিছুটা সহনীয় পর্যায়ে থাকে অর্থাৎ দূষণের মাত্রা কম থাকে। তবে বৃষ্টি হলেও গতকাল এ শহরের বাতাস ছিল বেশ দূষিত। সেই অবস্থার কিছুটা উন্নতি হলেও আজ বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকার শীর্ষ দশে অবস্থান করছে জনবহুল এ নগরী।
সরকারি ছুটির দিন হলেও আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১১৯ নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। বাতাসের এ মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা। গত দুই মাস ধরে বেশির ভাগ দিনই দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে থাকছে শহরটি। শহরটির বায়ুমান আজ ১৫৭।
শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—সংযুক্ত আরব আমিরাতের দুবাই, ভারতের দিল্লি, উগান্ডার কাম্পালা ও কাতারের দোহা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৬, ১৫৩, ১৪৭ ও ১২৭।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।