চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে সার্কিট হাউসের বিপরীতে গণশৌচাগার নির্মাণের জন্য দেওয়া জমির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নির্মাণাধীন স্থাপনার অবশিষ্ট অংশও শিগগির ভেঙে ফেলা হবে।
গণশৌচাগারের জন্য নির্ধারিত স্থানের এক পাশে সিএমপির ট্রাফিক বিভাগের একটি বক্স এবং অন্য পাশে সার্ভিস ডেলিভারি সেন্টার রয়েছে। সার্কিট হাউস ও পুলিশ বিভাগের স্থাপনা ঘেরা গুরুত্বপূর্ণ এ এলাকায় গণশৌচাগার নির্মাণ না করার অনুরোধ জানিয়ে গত মাসে নগর পুলিশ কমিশনার চসিককে চিঠি দেন।
চুক্তিতে আরও বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যে লিজগ্রহীতা নিজস্ব অর্থায়নে গভীর নলকূপ স্থাপনসহ প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করবেন। মেয়াদ শেষে সচল অবস্থায় গভীর নলকূপ, মোটর ও অন্যান্য সরঞ্জাম চসিকের কাছে হস্তান্তর করতে হবে। এ ধরনের মোট দশটি শর্ত ছিল চুক্তিতে।
উল্লেখ্য, ২০২৩ সালে আউটার স্টেডিয়ামের চারপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল জেলা প্রশাসন। মাঠটির মালিকানা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার।