রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে না চাইলে তার ‘পরিণতি খুবই ভয়াবহ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী শুক্রবার আলাস্কায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে ট্রাম্প ও পুতিনের বৈঠকে বসার কথা রয়েছে।
ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে ট্রাম্প এ বিষয়ে বলেন। তিনি বলেন, ‘এর একটা পরিণতি হবে।’
তিনি বলেন, ‘আমার আর কিছু বলার দরকার নেই,’ শুধু এটুকুই যোগ করেন—’খুবই ভয়াবহ পরিণতি হবে।’
এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন এবং পুতিন আলোচনার টেবিলে না এলে তা আরোপের সময়সীমা হিসেবে গত শুক্রবার নির্ধারণ করেছিলেন।
তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বাণিজ্য খুবই কম হওয়ায় এসব নিষেধাজ্ঞার প্রভাব সীমিত হতে পারে।
ট্রাম্প রুশ জ্বালানি কেনা দেশগুলোর ওপরও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। তিনি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা ভারতের ওপর নতুন শুল্ক আরোপ করেছেন, তবে সবচেয়ে বড় ক্রেতা চীনের ওপর এ শুল্ক আরোপ থেকে বিরত থেকেছেন।