মাত্র ১০ বছর বয়সে নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব জিতে ইতিহাস গড়েছেন খুদে দাবাড়ু বোধানা শিবানন্দন। তিনি এ পর্যন্ত এই খেতাব জেতা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।
চলতি মাসের শুরুর দিকে ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বোধানা আরও একটি মাইলফলক স্পর্শ করেন। গ্র্যান্ডমাস্টারকে হারানো সবচেয়ে কম বয়সী নারী দাবাড়ু হিসেবে নাম লেখান তিনি।
এর আগে, ২০২৪ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে ইংল্যান্ড নারী দলে জায়গা করে নেওয়ার মাধ্যমে বোধানা আলোচনায় আসেন। ধারণা করা হয়, যে কোনো খেলায় আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ব্যক্তিও তিনি।
ফেডারেশন আরও জানায়, ১০ বছর ৫ মাস ৩ দিনে এই জয় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যারিসা ইয়িপের ১০ বছর ১১ মাস ২০ দিনের রেকর্ড ভেঙেছে।
গ্র্যান্ডমাস্টার দাবায় সর্বোচ্চ উপাধি, যা একবার অর্জন করলে আজীবনের জন্য বহাল থাকে। নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব, যা এবার বোধানা পেয়েছেন, নারীদের জন্য নির্ধারিত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি। এর ওপরে কেবল নারী গ্র্যান্ডমাস্টার খেতাব রয়েছে।
লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের হ্যারো শহরের বোধানা কোভিড মহামারির সময় মাত্র পাঁচ বছর বয়সে দাবা খেলতে শুরু করেন।
আন্তর্জাতিক দাবা মাস্টার ম্যালকম পেইন—যিনি একটি দাতব্য সংস্থার মাধ্যমে ব্রিটেনে প্রায় আড়াই লাখ সরকারি স্কুলশিক্ষার্থীর কাছে দাবা পৌঁছে দিয়েছেন, বলেন, বোধানা ঐতিহ্যগতভাবে পুরুষদের প্রাধান্যশীল এমন এক খেলায় মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন ।
তিনি বলেন, ‘সে অবিশ্বাস্যভাবে ধীরস্থির ও বিনয়ী, তবু দাবায় অসাধারণ প্রতিভাবান। সহজেই সে নারী বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, এমনকি সামগ্রিক বিশ্ব চ্যাম্পিয়নও। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, সে গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগোচ্ছে।’