নুরুল আবছার চৌধুরীর দোয়া মাহফিলে বিশিষ্টজনদের দাবী, “নুরুল আবছার চৌধুরীর কর্ম ও অবদানের জন্য তার নামে চট্টগ্রাম মহানগরের একটি সড়ক নামকরণের সময়ের দাবী। তাঁরা এই দাবিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা: শাহাদাত হোসেনের নিকট তুলে ধরেন।
গ্রিন গ্লোবাল ফেলোশিপের চেয়ারম্যান কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে তাঁর জ্যৈষ্ঠ সন্তান ইঞ্জি: মো: জাবেদ আবছার চৌধুরী বলেন, আমার পিতা নুরুল আবছার চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক জীবনের অবদান। পাকিস্তান আমলে তিনি ছিলেন ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক। ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৪ সালের সার্বজনীন ভোটাধিকার আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। তিনি ছিলেন চট্টগ্রাম মহানগর ডেমোক্রেটিক লীগের সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা। পাশাপাশি ইসলামবাদ টাউন কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালসহ বহু সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
আলোচনায় অংশগ্রহণকারী বিশিষ্টজনরা বলেন, “নুরুল আবছার চৌধুরীর কর্ম ও অবদান চট্টগ্রামের ইতিহাসে অনন্য। মহানগরে তাঁর নামে একটি সড়ক নামকরণ এখন সময়ের দাবি।” মরহুম নুরুল আবছার চৌধুরীর মত ব্যক্তির এখন বেশী প্রয়োজন। আমরা তাঁর নামে নগরে একটি প্রধান সড়কে নামকরণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সমাজসেবক অ্যাডভোকেট এম আবুল আব্বাছ কাদেরী, স্বপ্নযাত্রা সংগঠনের সেক্রেটারী মো: রকিব উদ্দিন চৌধুরী, নয়াবাংলা সম্পাদক জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ, এ আর রহমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানিক রাসুল মো: রাইছু, এডভোকেট আবদুল গফুর, এস এম সাইফুল ওয়াদুদ, মো: মাসুদ রানা, রফিকুল ইসলাম, মো: গিয়াস উদ্দিন, মো: মাসুদ পারভেজ, স ম জিয়াউর রহমান, দৈনিক অর্থনীতির মোবারক হোসেন ভূঁইয়া, মোহাম্মদ ইকবাল, সাংবাদিক এম হোসোইন, সাংবাদিক তানভীর, জুলাই যোদ্ধা মাওলানা ওসমান কাসেমী, মাওলানা আবদুচ ছোবহান, মো: মহিন, আরিফুল আকবর, থিয়েটার ইনস্টিটিউটের রিপন কুমার বড়ুয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।