রবিবার পাকিস্তানের বিপক্ষে ওডিআই জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের জায়গায় ৯ নম্বরে উঠে আসায় আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে ১০ নম্বরে নেমে এসেছে বাংলাদেশ।
ক্যারিবীয় দলটি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডিএল পদ্ধতিতে পাঁচ উইকেটে জয়লাভ করে, তাদের রেটিং পয়েন্ট ৭৮ এ উন্নীত করে, টাইগারদের ৭৭ পয়েন্ট ছাড়িয়ে যায়।
গত জুলাই মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর বাংলাদেশ এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে আসে, ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে।
কিন্তু শাই হোপের নেতৃত্বাধীন দল ২০১৯ সালের পর পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর এই অবস্থান ফিরে পায়।
পরাজয়ের পর, পাকিস্তানও ৫ নম্বরে নেমে গেছে, আর শ্রীলঙ্কা আইসিসির সর্বশেষ আপডেটে ৪ নম্বরে উঠে এসেছে।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে হেরে গেলেও, ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান বাংলাদেশের উপরেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ওডিআই র্যাঙ্কিংয়ে ভারত, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি দলই রয়ে গেছে।