এর আগে টানা ১৪তম দিনের মতো ‘ছাত্র-জনতা’র ব্যানারে নথুল্লাবাদে আন্দোলন চলে। চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
স্বাস্থ্যখাতের সংস্কারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ‘ছাত্র-জনতা’। দাবি না মানলে সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বরিশালের নথুল্লাবাদে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এ ঘোষণা দেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও এনসিপির কয়েকজন নেতা আন্দোলনে যোগ দেন।
এর আগে টানা ১৪তম দিনের মতো ‘ছাত্র-জনতা’র ব্যানারে নথুল্লাবাদে আন্দোলন চলে। চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করে বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এতে করে দক্ষিণাঞ্চলের মানুষের চরম ভোগান্তি হয়।
আন্দোলনকারী সাব্বির হোসেন বলেন, ‘আমাদের নথুল্লাবাদে বসতে দিতে চায়নি। সেনাবাহিনী-পুলিশ বাধা দিলেও আমরা ব্লকেড চালিয়ে গেছি। ২৪ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি মানা না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।’
সংগঠক মহিউদ্দিন রনি বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সব হাসপাতালে দুর্নীতি রোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন ও জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন, এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে সক্রিয় করে জনগণের অভিযোগ শুনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টাকে ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসে অনিয়ম তদন্ত ও সংস্কারে সুস্পষ্ট আশ্বাস দিতে হবে, নইলে আন্দোলন আরও কঠোর হবে।’
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাকির হোসেন সিকদার বলেন, ‘আন্দোলনকারীরা আজও সড়ক অবরোধ করেছিল। আল্টিমেটাম দিয়ে তারা সড়ক ছেড়ে দিয়েছে। বর্তমানে নথুল্লাবাদে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
শনিবার বাস শ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের জনসংযোগ কর্মকর্তা জে. খান স্বপন জানান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম এ মাসুদ সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় হাসপাতাল মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন।