বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এএসিইউ) প্রধান অ্যালেক্স মার্শাল।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ছয় ঘণ্টাব্যাপী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে এএসিইউ কার্যক্রম আরও জোরদার করা দরকার। অভিযোগ অনেক আসছে, তাই হাত গুটিয়ে বসে থাকলে হবে না। জনবল বাড়ানো, সঠিক প্রশিক্ষক আনা এবং কার্যক্রমকে আরও কার্যকর করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ’
তিনি আরও জানান, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যবেক্ষণ করবে আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট। ‘আইসিসি একে ইন্টিগ্রিটি ইউনিট বলে। তারা পরবর্তী বিপিএল পরিচালনা করবে,’ বলেন ইফতেখার।
বিপিএল নিয়ে নানা সময় ফিক্সিং বিতর্কে সুনাম নষ্ট হয়েছে। সর্বশেষ আসরের অভিযোগ তদন্তে ইতোমধ্যে স্বাধীন অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তগুলো
– দুই বছরের জন্য হেড অব টার্ফ ম্যানেজমেন্ট পদে নিয়োগ পেলেন টনি হেমিং।
– ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোকে। তাদের জায়গায় যুক্ত হয়েছে নবগঠিত – ময়মনসিংহ বিভাগ। তবে এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে খেলবে ঢাকা মেট্রো।
– আঞ্চলিক কমিটির পুরনো কাঠামো বাতিল করে নতুন কাঠামো গঠনের সিদ্ধান্ত।
– পূর্ববর্তী দেনাদারদের (ফ্র্যাঞ্চাইজি, স্পনসরসহ) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
– খেলোয়াড় ও কোচদের বকেয়া পরিশোধে পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া স্পোর্টস ফিজিওলজিস্ট ডেভিড স্কটের চুক্তি নবায়ন করা হয়েছে এবং পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উডকে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। তবে বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখনো চূড়ান্ত হয়নি।
‘পাঁচটি কোম্পানি আবেদন করেছে। দুই-তিন দিনের মধ্যে আমরা চূড়ান্ত করব,’ বলেন ইফতেখার।