চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাতে মাত্র ৫০ হাজার টাকায় তিন মাস বয়সী কন্যা জান্নাতুল মাওয়া মিমহাকে বিক্রি করেন বাবা মিরাজ উদ্দীন (৩০)। সন্তানকে বিক্রির ঘটনায় অটোরিকশা চালক মিরাজকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের আকবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিরাজ উদ্দীন ওই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, “খবর পেয়ে অভিযান চালিয়ে পশ্চিম মছদিয়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।”