বুধবার ইসরায়েলি বাহিনী যখন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়, তখনই আল-ওবেইদ নিহত হন বলে পিএফএ জানিয়েছে।
গাজায় মানবিক সাহায্যের জন্য অপেক্ষার সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদ। বুধবারের এই হামলায় তিনি প্রাণ হারান বলে নিশ্চিত করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
এই ফুটবলার ‘ফিলিস্তিনের পেলে’ নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে চলমান ইসরায়েলি আগ্রাসনে নিহত ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩২১ জনে।
বুধবার ইসরায়েলি বাহিনী যখন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ চালায়, তখনই আল-ওবেইদ নিহত হন বলে পিএফএ জানিয়েছে। পিএফএ আরো জানায়, ৪১ বছর বয়সী আল-ওবেইদ তার দীর্ঘ ক্যারিয়ারে ১০০–এর বেশি গোল করেছেন। ফিলিস্তিনের ফুটবল ইতিহাসে অন্যতম উজ্জ্বল তারকা ছিলেন তিনি।
১৯৮৪ সালের ২৪ মার্চ গাজায় জন্ম নেয়া আল-ওবেইদ খেদামাত আল-শাতি ক্লাবের মাধ্যমে ফুটবল জীবন শুরু করেন। পরে তিনি দখলকৃত পশ্চিম তীরে মারকাজ যুব শাবাব আল-আমারি এবং গাজা স্পোর্টের হয়ে খেলেছেন।
২০০৭ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি জাতীয় দলে নিয়মিত হন। পিএফএর তথ্য অনুযায়ী, জাতীয় দলের জার্সিতে তিনি ২৪ ম্যাচে দুই গোল করেছেন। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ২০১০ সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে তার অসাধারণ সিজর শটের গোল।