দুবাইয়ের বুর্জ খলিফা, এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ফিলাডেলফিয়া সিটি হল—এই তিনটি ভবনই এক সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পেয়েছিল। এবার সেই মর্যাদার তালিকায় যুক্ত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার।
স্থপতি আদ্রিয়ান স্মিথ এবং গর্ডন গিলের নকশায় নির্মিত এই টাওয়ারটির উচ্চতা হবে ৩ হাজার ২৮১ ফুট—যা স্ট্যাচু অব লিবার্টির প্রায় ১১ গুণ উঁচু। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক নকশা বিষয়ক ম্যাগাজিন ‘আর্কিটেকচারাল ডাইজেস্ট’-কে দেওয়া এক যৌথ বিবৃতিতে স্মিথ ও গিল বলেন, ‘মাটি থেকে উপরের দিকে ওঠা খেজুর গাছের কচি পাতার মতো দেখতে হবে জেদ্দা টাওয়ারটি। খেজুর গাছ সৌদি আরবের প্রতীক হওয়ায় এমন নকশা করা হয়েছে। এছাড়া এটি দেশটির ভবিষ্যৎ উন্নয়নের ইঙ্গিত বহন করে।’

ভবনটিতে থাকবে আধুনিক স্থাপত্য শৈলীর ছোঁয়া। আছে নিও-ফিউচারিস্টিক বা ভবিষ্যতমুখী নকশা। এই ধরনের ডিজাইনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। নকশায় দেখা যায়, এটি একটি একক লম্বা টাওয়ার, যার মাথার দিকটা ধীরে ধীরে সরু হয়েছে। স্থপতি স্মিথ ও গিল জানিয়েছেন, এই ডিজাইনের ভাবনা এসেছে খেজুর গাছের নতুন পাতার মতো আকৃতি থেকে, যেটা সৌদি আরবে খুব সাধারণ।
জেদ্দা টাওয়ারের নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। তবে ২০১৮ সালে তা স্থগিত হয়ে যায়। প্রকল্পটির মূল ঠিকাদার বিন লাদেন গ্রুপ-কে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হয়। এরপর কোভিড-১৯ মহামারি প্রকল্পে বড় ধরনের ব্যাঘাত ঘটায়।
তবে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্থাপত্য বিষয়ক ম্যাগাজিন ‘ডিজেন’ একটি প্রতিবেদনে জানায়, এটির নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে।
জেদ্দা ইকোনমিক কোম্পানি (জেইসি) আর্কিটেকচারাল ডাইজেস্ট-কে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। তারা জানায়, নির্মাণ কাজ ফের শুরু হয়েছে এবং আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই এটি সম্পন্ন হবে বলে আশা করছেন তারা
২০২৫ সালের জুন মাস পর্যন্ত, ভবনের মোট ১৫৭ তলার মধ্যে ৭০ তলা নির্মিত হয়েছে। নির্মাণ শেষে ভবনটি বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পাবে। যার উচ্চতা হবে ‘বুর্জ খলিফা’র চেয়ে প্রায় ৫৬৪ ফুট বেশি।
বুর্জ খলিফার মতো জেদ্দা টাওয়ারকেও বহুমুখী ব্যবহারযোগ্য ভবন হিসেবে নির্মাণ করা হচ্ছে। ভবনটিতে থাকবে আবাসিক অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক এবং অফিস স্পেস। এছাড়া এতে থাকবে বিশ্বের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ মঞ্চ এবং একটি বিলাসবহুল হোটেল। পাশাপাশি হেলিপ্যাড হিসেবে ৯৮ ফুট ব্যাসের খোলা একটি ব্যালকনি থাকার কথা রয়েছে নকশা অনুযায়ী।