বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে স্বল্পমেয়াদি চাহিদা শক্তিশালী থাকায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে আকরিক লোহার দাম।
বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে স্বল্পমেয়াদি চাহিদা শক্তিশালী থাকায় টানা তৃতীয় দিনের মতো বেড়েছে আকরিক লোহার দাম। গতকাল চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম বেড়ে টনপ্রতি ৭৯২ ইউয়ানে (১১০ ডলার ৩৩ সেন্ট) পৌঁছে। একই মাসের সরবরাহ চুক্তিতে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম বেড়েছে দশমিক ৩ শতাংশ। প্রতি টনের মূল্য দাঁড়িয়েছে ১০১ ডলার ৫০ সেন্টে। খবর বিজনেস রেকর্ডার।
ইস্পাত উৎপাদনের অন্যতম প্রধান কাঁচামাল আকরিক লোহা। চীনের শেংদা ফিউচারস জানায়, দেশে আকরিক লোহার চাহিদা এখনো বেশি, তাই দাম বাড়ছে।