জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি। প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এই কর্মসূচির উদ্ভোধন করেন। ইউনাইটেড ফাইন্যান্স এর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধিতে কর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিগত ৩৬ বছর ধরে অত্যন্ত সুনাম এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ইউনাইটেড ফাইন্যান্স। বৃক্ষরোপণসহ অন্যান্য টেকসই কর্মকাণ্ডের সঙ্গে প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে অতীতের মতো ভবিষ্যতেও যুক্ত থাকবে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নও আমাদের কৌশলগত পরিকল্পনার অংশ।‘