উত্তর গোলার্ধের দেশগুলোয় মৌসুমি ফসল সংগ্রহ মৌসুম চলায় বাজারে গমের সরবরাহ বেড়েছে।
উত্তর গোলার্ধের দেশগুলোয় মৌসুমি ফসল সংগ্রহ মৌসুম চলায় বাজারে গমের সরবরাহ বেড়েছে। এ কারণে পাঁচ বছরের সর্বনিম্নে নেমেছে খাদ্যশস্যটির দাম। এমন প্রেক্ষাপটে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে গমের দাম তিন মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
এদিন সয়াবিন ও ভুট্টার দামও কমেছে। যুক্তরাষ্ট্রে ফসলের স্বাস্থ্যকর অবস্থা এবং দক্ষিণ আমেরিকায় উৎপাদন স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় এসব কৃষিপণ্যের বাজারে অতিরিক্ত সরবরাহের চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে গমের সরবরাহ পর্যাপ্ত থাকায় ক্রমাগত দাম কমছে। বিশ্বের প্রধান খাদ্যশস্যগুলোর মধ্যে গম অন্যতম। বাজারসংশ্লিষ্টরা বর্তমানে আগামী কয়েক সপ্তাহের ফসল সংগ্রহের গতিপ্রকৃতি ও বৈশ্বিক রফতানি প্রবণতার দিকে নজর রাখছেন, যদি উৎপাদন ও মজুদ বাড়তে থাকে, তাহলে দাম আরো নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।