বড় উত্থানের পর এবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। সোমবার (৪ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্যসূচক। সেইসঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। এ দরপতনের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো।
গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস এবং চলতি সপ্তাহের প্রথম কার্যদিব শেয়ারবাজারে বড় উত্থান হয়। সেইসঙ্গে বাড়ে লেনদেনের গতি। ডিএসইতে চলতি বছরের প্রথমবারের মতো এক হাজার ১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়। এমন টানা উত্থানের পর সোমবার দেশের শেয়ারবাজারে বড় দরপতন হলো।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম কমার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঋণাত্মক প্রবণতা দেখা যায়। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাংকের শেয়ারের দরপতনের মাত্রাও বাড়তে থাকে। যার প্রভাব পড়ে অন্য খাতের ওপরেও। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সবখাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২০৭টির। আর ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র একটি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০টি ব্যাংকের।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে এক হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে দুই হাজার ১২৯ পয়েন্টে নেমে গেছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯১১ কোটি ৭৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ১৩৭ কোটি ৪০ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ২২৫ কোটি ৬৭ লাখ টাকা।
এ লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে যমুনা ব্যাংক। কোম্পানিটির ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি এক লাখ টাকার। ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।