ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। আর এই অতিরিক্ত চাহিদার প্রভাব পড়েছে দামেও।
রাজধানীর খুচরা বাজারে ডজনপ্রতি ডিমের দাম বেড়ে ১৪০ থেকে ১৪৫ টাকায় পৌঁছেছে। অথচ মাত্র ১০ দিন আগেও এই দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা। অর্থাৎ, প্রতি ডজনে দাম অন্তত ২০ টাকা বেড়েছে।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ডিমের চাহিদা বেড়েছে। এই অতিরিক্ত চাহিদার প্রভাব পড়েছে দামেও।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহজাদপুর ও মগবাজার এলাকা ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। গত শুক্রবারও এ দাম ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা। সাদা ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।
কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে এক ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এদিকে, বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩২০ টাকায়।