বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করায় রোববার (৩ আগস্ট) লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা যাচ্ছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। দাম বাড়ার এই তালিকায় নেতৃত্ব দিচ্ছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো।
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে তালিকাভুক্ত ৫৮টি বস্ত্র কোম্পানির মধ্যে ৫৫টি দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে একটির শেয়ার দাম কমেছে। বস্ত্র কোম্পানিগুলোর এমন দাপটে ডিএসইর প্রধান মূল্য সূচক প্রায় ১০০ পয়েন্ট বেড়ে গেছে।
মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বেশ ভালো গতি দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় ডিএসইতে চারশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। অন্য শেয়ারবাজার সিএসইতে প্রধান সূচক ২০০ পয়েন্টের বেশি।
যুক্তরাষ্ট্রে প্রথম দফায় বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। দফায় দফায় আলোচনার মাধ্যমে সেই পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার রাতে এই শুল্ক কমানোর সংবাদ আসে।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর সংবাদ আসার পর রোববার শেয়ারবাজারে প্রথম লেনদেন হচ্ছে। এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ৩৬ পয়েন্ট বেড়ে যায়।