এরই মধ্যে জানা গেছে, আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।
এ দিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্রবার এবং পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি তো আছেই।
এ ছাড়া দুই ছুটির মাঝে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ আর ৭ আগস্ট দুদিনের ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পালন করা হবে। ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।