ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আগামী তিনদিন অতিভারী বৃষ্টি হতে পারে। রোববার (৩ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।