বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে কমিয়ে আনার বিনিময়ে কোনো গোপন চুক্তি হয়েছে—এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানিয়েছেন, যেকোনো আলোচনা হয়েছে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে।
শুক্রবার (১ আগস্ট) ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে এক অনানুষ্ঠানিক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের স্বার্থ উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আমরা যা কিছু করেছি, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই করেছি; যেভাবে যুক্তরাষ্ট্র তাদের জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেয়।’
চুক্তির পূর্ণ বিবরণ জানতে চাইলে উপদেষ্টা জানান, শিগগিরই একটি যৌথ বিবৃতি দেওয়া হতে পারে এবং যুক্তরাষ্ট্রের সম্মতিক্রমেই বিস্তারিত জানানো হবে।
বাণিজ্য উপদেষ্টা জানান, বর্তমানে একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে অবস্থান করছে এবং ‘তারা নিজেদের স্বার্থবিরোধী কিছু করবেন না।’
চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ ২৫টি বোয়িং উড়োজাহাজ কিনতে রাজি হয়েছে—এমন ‘গুজব’ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোয়িং নিয়ে কিছু বলা হয়নি। বরং তারা খাদ্য, কৃষিপণ্য ও জ্বালানির প্রতি আগ্রহ দেখিয়েছে।’
বিমান খাতে সরকারের অর্জন সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি এবং প্রয়োজনীয় সংস্কারও চালিয়ে যাচ্ছি। আমাদের মেয়াদকালেই আমরা মন্ত্রণালয়ে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করব, যা ভবিষ্যতের জন্য উপকারে আসবে।’