বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সফর শেষে দেশটির সঙ্গে গার্মেন্টস বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য গভীর সন্তোষ প্রকাশ করেছে। প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
সফরের সময় বিটিএমএর কয়েকটি সদস্য প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে প্রতিশ্রুতি ব্যক্ত করে। অংশগ্রহণকারী মিলগুলো হলো—মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড (মোঃ মোশারফ হোসেন), এশিয়া কম্পোজিট মিলস লিমিটেড (মো. মাসুদ রানা) ও সালমা গ্রুপ (চৌধুরী মো. হানিফ শোয়েব এবং সালমা চৌধুরী)।
প্রধান বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এছাড়া বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ডব্লিউটিও উইং) ড. নাজনীন কাওসার চৌধুরী আলোচনায় অংশ নেন। ওই সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদের সৌজন্যে একটি নৈশ সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে, প্রতিনিধি দলটি ইউএস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে একটি গঠনমূলক বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাসও উপস্থিত ছিলেন।
বৈঠকে মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা মার্কিন প্রতিনিধিদের আশ্বস্ত করেন যে, বাংলাদেশ সরকার সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের সহায়তা প্রদান করবে।