সমীক্ষায় দেখা গেছে, জুলাই মাসে ব্রিটিশ কারখানাগুলোর নতুন অর্ডার উল্লেখযোগ্য হারে কমেছে। তথ্যপ্রদানকারী সংস্থা এসপি অ্যান্ড গ্লোবাল জানিয়েছে, প্রায় সাড়ে তিন বছর ধরে যুক্তরাজ্যের রফতানি অর্ডার ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। এই পতনের পেছনে সর্বশেষ কারণ হিসেবে রয়েছে বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তা, ব্রেক্সিট-পরবর্তী প্রশাসনিক জটিলতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতা বৃদ্ধি।
যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধ ও বৈশ্বিক শুল্কসংক্রান্ত অনিশ্চয়তা যুক্তরাজ্য এবং ইউরোজোনের নির্মাণশিল্পকে বড় ধরনের চাপে ফেলেছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ান।
ইউরোজোনের ফ্যাক্টরিগুলো নিয়েও একই দিনে আরেকটি জরিপ প্রকাশিত হয়। তাতে দেখা গেছে, জুলাই মাসেও অঞ্চলটির সরবরাহব্যবস্থায় চাপ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে পণ্য সরবরাহে সময় আরো দীর্ঘ হয়েছে।
জার্মানির হ্যামবুর্গ কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. সাইরাস ডে লা রুবিয়া বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার যেহেতু এখনও নড়বড়ে, তাই গ্রাহকদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পেছনে চাহিদা নয়, বরং সরবরাহব্যবস্থায় বিঘ্নই বড় কারণ। যুক্তরাষ্ট্রের শুল্কনীতি সংক্রান্ত অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনা থেকে সৃষ্ট অনিশ্চয়তা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও কোম্পানিগুলো সরবরাহব্যবস্থায় এই ধাক্কার অব্যঅহত থাকতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।