বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কীভাবে গতি দেয়া হয়েছে, সে বিষয়ে গভর্নর বিস্তারিত তুলে ধরবেন।
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গভর্নর ড. আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি ঘোষণা করবেন।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে কীভাবে গতি দেয়া হয়েছে, সে বিষয়ে গভর্নর বিস্তারিত তুলে ধরবেন। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান, কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
                                
	                            
                                                                
                                                            
	    	
                                
		    




