দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। আগের দিন ভাইরাসটিতে আক্রান্ত হন ১৩ জন।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ৫১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক২১ শতাংশ।
নতুন করে ২৭ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৫৪ জনে। আর একজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫২৩ জনে।