ইসরায়েলে নতুন করে হামলা শুরু করেছে ইরান।রোববার (১৫ জুন) ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই নিয়ে ইরানের হামলায় ইসরায়েলে ২০ জনেরও বেশি নিহতের খবর জানা গেছে। ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে ।
প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে নিহত হয়েছেন ৫ জন। আর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় নিহত হয়েছেন ৩ জন।
শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর শনিবার থেকে পাল্টা হামলা শুরু করে ইরান। হামলায় ২০ জনের বেশি নিহতের পাশাপাশি প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল রোববার রাতে রাজধানী তেল আবিব, জেরুসালেম ও বন্দর শহর হাইফা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। অবশ্য এসব হামলা ঠেকানোর জন্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে বলে দাবি করছে ইসরায়েল।
এদিকে ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।