চট্টগ্রামে চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তারা হলেন- শফিউল ইসলাম (৭৫), বিবি পারভীন (৫৫) ও নওশীন তাসনীম (৩০)। তাদের মধ্যে শফিউল মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার বাসিন্দা, পারভীন নগরের আকবর শাহ থানা এলাকার এবং নওশীন হালিশহর থানা এলাকার বাসিন্দা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক কর্মকর্তা জানান, শফিউল ও পারভীনের নমুনা নগরের মা ও শিশু জেনারেল হাসপাতাল এবং নওশীনের নমুনা নগরের একটি বেসরকারি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয়।