চট্টগ্রামে কালুরঘাট সেতুর ওপর পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুটি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। এতে এক শিশুসহ ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০ টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিগন্যাল অমান্য করে অন্তত আটটি গাড়ি একসঙ্গে সেতুর ওপর উঠে যায়। এর মধ্যে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় দ্রুতগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন, যা কক্সবাজার থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ছেড়ে আসে।
আহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে: আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ ও আঞ্জু আরা। আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেল ট্রেনের নিচে চাপা পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কিছু ছাত্রনেতা ও রেড ক্রিসেন্ট সদস্যরা। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে একটি ভিডিও ফুটেজে দেখা গেলেও, তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি কোনো দায়িত্বশীল ব্যক্তি।
কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা খবর পেয়ে দুটি ইউনিট ও একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকাজ এখনও চলমান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিটে ভর্তি করা হয়েছে।