ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব হল ঈদুল আজহা। হাতে সময় আছে আর মাত্র দুই একদিন। তার আগে জমে উঠেছে কলকাতার কোরবানির হাট। ক্রেতা-বিক্রেতা আর কোরবানির পশু নিয়ে হাট বেশ জমজমাট হয়ে উঠেছে।
পশ্চিমবঙ্গে যে কয়েকটি হাট রয়েছে তার মধ্যে অন্যতম কলকাতার পার্ক সার্কাসের রাইফেল রেঞ্জ রোডের গরুর হাট। তবে কলকাতার এই কোরবানির হাটে মূলত দেশি গরুর দাপট বেশি দেখা গেছে।
এই অস্থায়ী গরুর হাটে অনেককেই তাদের পরিবারের ছোট বড় সদস্যদের সঙ্গে নিয়ে গরুর দাম দরাদরি করতে দেখা গেছে। কোরবানির গরু সবচেয়ে কম দামে ১৫ হাজার রুপিতে বিক্রি হয়েছে এই হাটে। আবার সবচেয়ে বেশি দাম ২ লাখ ৭০ হাজার রুপিতেও একটি গরু বিক্রি হয়েছে। এছাড়া ৫০ হাজার রুপি, ৩০ হাজার রুপিতেও কোরবানির গরু বিক্রি হচ্ছে।
তবে এই হাটে ২ লাখ ৪০ হাজার রুপির একটি গরুর দাম উঠেছে, যার নাম টাইগার। সাদা ধবধবে পৌনে ৬ ফুটের কাছাকাছি উচ্চতার এই গরুটি। এর মালিকের দাবি এই পশুহাটে এটি হচ্ছে সবচেয়ে দামি গরু।
এই হাটে বিভিন্ন রাজ্যের গরুর দেখা মেলে। বিশাল বিশাল আকারে শিংযুক্ত গরু আসে বিভিন্ন রাজ্য থেকে। যার ওজন সাত থেকে আট মনের কাছাকাছি। দাম ৫০ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে। তবে কোরবানির জন্য পশ্চিমবঙ্গের ধর্মপ্রাণ মুসলিমদের বিদেশি গরুর চেয়ে দেশি গরুর প্রতি ঝোঁক বেশি। কারণ দামে এবং মানে দুই ভালো।