বাঁশখালীর সরল ইউনিয়নের ১নং ওয়ার্ড নতুন বাজারের দক্ষিণ পাশের ছরখানি বর নতুন বাড়ি এলাকার আহমদ হোসেন নামে এক ব্যক্তি স্ত্রী সন্তানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপান করে। সে ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র। গত বৃহস্পতিবার দুপুরে সরলের সাগর চরে গিয়ে আহমদ হোসেন বিষপান করে। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম শহরের ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করে। শুক্রবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালেই তার মৃত্যু হয়। পরে তাকে এলাকায় এনে প্রশাসন ও পুলিশকে না জানিয়েই তড়িগড়ি করে দাফন করে ফেলেন পরিবারের সদস্যরা। আহমদ হোসেন ৩ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক। পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী সন্তানরা তাকে মারধর করেন। এতে সে ক্ষীপ্ত হয়ে আত্মহত্যা করেন বলেন জানিয়েছে স্থানীয়রা।
এলাকাবাসী জানান, স্ত্রী সন্তানদের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে আহমদ হোসেন বিষপান করেন। বৃহস্পতিবার পারিবারিক বিষয়টি তাকে মারপিট করে স্ত্রী ও সন্তানরা।
স্থানীয় ১নং ওয়ার্ডের মেম্বার মাস্টার মোহাম্মদ আলমগীর জানান, বিষপানে আহমদ হোসেনের আত্মহত্যার খবর পেয়েছি। তবে প্রশাসনকে না জানিয়ে লাশ দাফনের বিষয়টি আমি জানিনা। খবর নিয়ে প্রশাসনকে অবহিত করব।
পার্শ্ববর্তি মোহাম্মদ খান জানান, আহমদ হোসেন বিষপানে আত্মহত্যা করেছে। তবে কি দুঃখে বিষপান করল জানিনা।
পোস্টমর্টেম ছাড়াই পুলিশকে না জানিয়েই লাশ দাফন করার বিষয়ে তিনি বলেন, শুনেছি উপর থেকে লাইন করে এসেছে। তাই তারা দাফন করে ফেলেছে।
আহমদ হোসেনের ছেলে এহছান জানান, টেনশন থেকে বাবা আত্মহত্যার চেষ্টা করে। আমরা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি। আমাদের শত্রুরা বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, সরলে একজন বিষপানকারী ব্যক্তির লাশ দাফন করে ফেলার খবর পেয়েছি। এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তবে কোন ধরনের ময়নাতদন্ত ছাড়াই গোপনে লাশ দাফন করার বিষয়টি অনেকটাই রহস্যজনক
Discussion about this post