রাজধানীর তেজগাঁওয়ে নাখালপাড়ায় রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মোয়াজ (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোর মোয়াজ ৯০নং পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।
নিহত মোয়াজের চাচা কাউসার জামান বলেন, তেজগাঁওয়ের নাখালপাড়ায় বড় মসজিদের পাশেই আমাদের বাড়ি। মোয়াজ ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। আজ সকালে রেললাইন পারাপারের সময় দ্রুতগতিতে একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে আহত মোয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান মোয়াজ আর বেঁচে নেই।
চিকিৎসকের কথার নিশ্চয়তা দিয়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।
তিনি জানিয়েছেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।
-দৈনিক অর্থনীতি
Discussion about this post