চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর ঘাটে মহেশখালীর ফিশিং বোটে আগুন লাগার ঘটনায় নিখোঁজ জেলে আব্দুল জলিলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে কর্ণফুলী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহত আব্দুল জলিল মহেশখালী পৌরসভার ঘোনার পাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র। সে একই এলাকার হাবিবুর রহমানের পুত্র শামসুল আলম প্রকাশ মনিয়া ও বাদশা মাঝির পুত্র আনছারুল করিমের মালিকানাধীন ফিশিং বোটের শ্রমিক ছিলো।
গত বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় ঐ বোটে আগুনে লেগে আহত হয়েছে ৪ জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও নিখোঁজ ছিলেন আব্দুল জলিল। আজ সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
-দৈনিক অর্থনীতি
Discussion about this post