চট্টগ্রামের কোতোয়ালি থানার অধীনে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মার্চ) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন- মো. ওবায়দুল হাসান (৩৫), মো. হেলাল (৪৯), লেদু ওরফে আলা উদ্দিন ওরফে হাসান (৩৫), মো. সুজন (৩৩), মো. সোহেল প্রকাশ কাউছার (২৪) ও মো. হাসান তারেক (২৪)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মনিরুল আলম খোরশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার রেলওয়ে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
দৈনিক অর্থনীতি