চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২০ মার্চ) ভোরে বৈলছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড কুলীন পাড়া এলাকার মো. খালেদ হক ও ডা. জেসমিন জাবের জেসির বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বাড়ি থেকে মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে দুটি বসতঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। । স্থানীয়রা যার যার মতো করে আগুন নেভানোর চেষ্টা করে। এদিকে খবর পেয়ে বাঁশখালীর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আজাদুল ইসলাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি ঘর মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। মশা তাড়ানোর জন্য দেওয়া কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। এতে আনুমানিক চার লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক অর্থনীতি
Discussion about this post