পটিয়া পৌরসভা সংলগ্ন আনোয়ারা রোড পুরাতন থানার হাট এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন মহানগর দায়রা জজ আদালতের এক কর্মকর্তা। গতকাল ৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা আহামদ নুরের পুত্র মহানগর দায়রা জজ আদালতের জারি কারক মোঃ ইয়াছিনের উপর পূর্বপরিকল্পিত ভাবে এই বর্বরোচিত হামলা চালিয়েছে বলে জানা যায়।
আহত ইয়াছিনের মেয়ের জামাতা মোঃ নাজমুল বলেন, হামলাকারী মোঃ জসিম ও আমির খসরুর নেতৃত্বে নাছির, নাজিম, আরমান সহ ৪/৫ জন সন্ত্রাসীর উপর্যুপরি হামলায় গুরুতর আহত হওয়ার খবর পেয়ে আমার শ্বশুর কে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে আহত ইয়াছিন বলেন, ‘ হামলাকারীরা সম্পর্কে আমার চাচাতো ভাই হয়। ব্যবসায়িক উদ্দেশ্যে বিগত ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জসিমের সাথে পটিয়া থানাধীন বিভিন্ন স্থানে যৌথভাবে বেশকিছু জায়গা খরিদ করতে আমরা বায়নানামা করি। এসব জায়গা বায়না করার সময় আমি আমার ভাই ও ভগ্নিপতির কাছ থেকে বেশকিছু টাকা সংগ্রহ করে জসিমকে প্রদান করি। যৌথভাবে বায়নানামাকৃত জমিগুলো জসিম একপর্যায়ে আমার অগোচরে নিজের নামে ও অপর ৩ ব্যক্তির নামে রেজিষ্ট্রি করে ফেলে। একপর্যায়ে আমার টাকা গুলো ফেরত চেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ কয়েকদফা বৈঠকে বসলেও জসিম এতে কর্ণপাত না করে উল্টো আমাকে হুমকি প্রদান করে।’
এর ফলশ্রুতিতে তার উপর এই পরিকল্পিত হামলা করা হয়েছে বলেন তিনি। এ ঘটনায় পটিয়া থানায় তিনি অভিযোগ করেছেন বলে জানান।
এ ব্যাপারে জানতে মোঃ জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ না করার তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
পটিয়া থানায় করা অভিযোগটির বিষয়ে জানতে চাইলে অভিযোগটির তদন্তের দায়িত্বে থাকা এসআই মামুন ভূঁইয়া জানান, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে এবং উভয়পক্ষের অভিযোগ এখনও তদন্তাধীন থাকায় পরে বিস্তারিত জানা যাবে।