সিএমপি’র চার থানার ওসি পদে রদবদল করা হয়েছে। আজ সোমবার ২৮ আগষ্ট বিকেলে সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এই আদেশে পাহাড়তলী, হালিশহর, ডবলমুরিং ও ইপিজেড থানার ওসিকে বদলি করা হয়েছে বলে জানা যায়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সিটিএসবির পরিদর্শক ফজলুল কাদের পাটোয়ারীকে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডবলমুরিং থানার দায়িত্ব পালন করে আসা সাখাওয়াৎ হোসেনকে বদলি করে নেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে।
পাহাড়তলী থানার (ওসি) মোস্তাফিজুর রহমানকে সিটিএসবিতে বদলি করে পাহাড়তলীতে হালিশহর থানার ওসি মোহাম্মদ জহির উদ্দীনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। হালিশহর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাকলিয়ার ওসি তদন্ত মো. কায়সার হামিদকে।
ইপিজেড থানার ওসি আব্দুল করিমকে সিটিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে বায়েজিদের ওসি তদন্ত মোহাম্মদ হোছাইনকে। কোতোয়ালীর ওসি (অপারেশন্স) মো. আরমান হোসেনকে একই থানার ওসি (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে, সিটিএসবির মো. নুরুল বাশারকে বদলি করে কোতোয়ালীর ওসি (অপারেশন্স), অপরাধ শাখার পরিদর্শক মো. আল মামুনকে বায়েজিদের ওসি (তদন্ত) এবং গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের পরিদর্শক মো. শহিদুর রহমানকে বাকলিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।